ফিরিয়ে দাও



দাও ফিরিয়ে হারানো সুখ
এক পশলা বৃষ্টি,
দাও ফিরিয়ে হারানো স্মৃতি
এক মুঠো সৃষ্টি।

দাও ফিরিয়ে হারানো স্বপ্ন
হারানো হাজার ইচ্ছা,
প্রিয় মাঠের ঘন্টাধ্বনি
আর রঙিন মধুর কেচ্ছা।

চাই  না থাকতে মিথ্যে মায়ার
এই পৃথিবীতে আর,
হারানো সবকিছু ফিরে পেতে চাই
একটাই দাবি আমার।

-রাইসা মুমতাজ চৌধুরী
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও Reviewed by Abdul Hannan Akib on April 13, 2020 Rating: 5

No comments:

Search

Powered by Blogger.