দাও ফিরিয়ে হারানো সুখ
এক পশলা বৃষ্টি,
দাও ফিরিয়ে হারানো স্মৃতি
এক মুঠো সৃষ্টি।
দাও ফিরিয়ে হারানো স্বপ্ন
হারানো হাজার ইচ্ছা,
প্রিয় মাঠের ঘন্টাধ্বনি
আর রঙিন মধুর কেচ্ছা।
চাই না থাকতে মিথ্যে মায়ার
এই পৃথিবীতে আর,
হারানো সবকিছু ফিরে পেতে চাই
একটাই দাবি আমার।
-রাইসা মুমতাজ চৌধুরী
No comments: