Sapiens Canvas : Catalytic School Magazine
আপনারা ইতোমধ্যে Catalytic School এর উদ্দেশ্য এবং চিন্তাভাবনা নিয়ে অবগত আছেন। শিক্ষার্থীদের মধ্যকার সৃজনশীলতার বিকাশে অল্প পরিমাণ অবদান রাখতে পারাটাই আমাদের লক্ষ্য।সেই উদ্দেশ্য কে সামনে রেখে আমরা একটি Magazine (Online pdf) তৈরির প্রচেষ্টা করছি।যেখানে অংশগ্রহণ করতে পারেন আপনারাও।
আপডেট:
ম্যাগাজিনের কন্টেন দুইভাবে নেওয়া হবে।
১. সরাসরি (ই-মেইল/পেইজে ইনবক্স/Whatsapp)
২. কনেটেস্ট ( আমাদের গ্রুপে)
যে কোনো কনটেন্ট দিতে পারবেন।
তবে, যারা সরাসরি দিবেন তাদের কনটেন্ট গুলো সম্পাদনা টিম বাছাই করবে।
আর যারা কনটেস্টে যাবেন তারা ক্যাটাগরি অনুসারে বিজয়ী হবেন।
বিজয়ীদের "সার্টিফিকেট" দেওয়া হবে।
কনটেস্টের বিস্তারিত আরেকটি পোস্টের মাধ্যমে জানানো হবে।
সকল কনটেন্ট গুলা আমাদের ব্লগে পাবলিশ করা হবে।
আপনারা আমাদের পেইজ এবং গ্রুপে যুক্ত থাকুন।
Facebook:
Page: www.facebook.com/catalyticschool
Group: https://facebook.com/groups/2084803971561309
Email: catalyticschool@gmail.com
Sapiens Canvas : Catalytic School Magazine
Reviewed by Abdul Hannan Akib
on
July 04, 2020
Rating:
No comments: