স্বপ্ন



"স্বপ্ন " খুবই কাঙ্খিত এবং  অবহেলিত শব্দ আমাদের জীবনের। আমাদের প্রতিটি মুহুর্তে বাচিঁয়ে রাখা এই স্বপ্নের মৃত্যু ঘটে আমাদের হাতেই।অনেক স্বপ্ন তো আবার অঙ্কুরেই বিনষ্ট হয়.... একটুখানি যত্নের অভাবে। স্বপ্ন- মানুষকে বাচিঁয়ে রাখে,স্বপ্নই মানুষকে দিনের শুরুতে ভাবতে শেখাই - "আজ মনে হয় chance আছে"।স্বপ্নকে আগলে রাখার এই স্বপ্ন আমাদের সবার দ্বারা পুরন হয়ে উঠে না।তবে অনেক মানুষের থাকে স্রোতের বিপরীতে চলার ইচ্ছা।তাই তো পৃথিবীতে সফতার গল্প গুলো গড়ে উঠে "স্বপ্নবাজ"-দের ঘিরেই।স্বপ্নকে আগ্লে রেখেছিলেন বলেই হইতো তাঁরা সফল।কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হয়না।সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যে কতই দুঃস্বপ্ন পোহাতে হয় তাঁদের তা কেবল স্বপ্নবাজরাই বলতে পারবে।তবে "স্বপ্ন" থেকে বেশি  ভালো "ব্যর্থতার" সংজ্ঞা দিতে পারবে এই স্বপ্নবাজরা।কারণ তাদের এই স্বপ্ন পুরনের অন্তরালে যে লুকিয়ে থাকে হাজারো ব্যর্থতার গল্প।ব্যর্থতা থেকেই অনেক স্বপ্নের শুরু।স্বপ্ন পুরনের মধ্যপথেও দেখা মিলে ব্যর্থতার।ব্যর্থতার কাছে হেরে যাওয়া তবে অর্থহীন।তবে ব্যর্থতাকে আগাছা ভেবে কেটে ফেললেই চলবে না,ব্যর্থতাকে কাজে লাগাতে হবে ঔষধি গাছের মতো।কারণ ব্যর্থতাই আমাদের অনুপ্রাণিত করে এই বলে যে "ব্যর্থ হয়ো না আর,এগিয়ে যাও।" তাইতো সফলতার সাথে সাথে আমাদের ব্যর্থতার গল্পও পড়তে হবে।স্বপ্ন আরও অনেক বড় করে তুলতে হবে।স্বপ্নগুলো যেন অংকুরেই বিনষ্ট না হয়।
"পৃথিবী সমৃদ্ধ হউক স্বপ্নবাজদের সফলতার গল্পে"

লেখক
মোশারফ হোসেন আন্না
Co-Founder, Salimpur Science Academy
স্বপ্ন স্বপ্ন Reviewed by Abdul Hannan Akib on May 27, 2020 Rating: 5

1 comment:

Search

Powered by Blogger.