সংগীত এবং ঘরানা (music and khurana)



সংগীত কী?আমরা সবাই  সংগীত  নিয়ে পরিচিত তবে পরিচয় টা
গান নিয়ে অর্থাৎ সবাই মোটামুটি সংগীত বলতে  গানটাকে বোঝে। আবার যারা সংগীত চর্চা করে বা সংগীত নিয়ে লেখাপড়া করে তাঁরা গীত,বাদ্য,নৃত্য  এই তিনটিকে সংগীত হিসেবে জানে। এটিই সঠিক। সংগীত আর গানের মধ্যে পার্থক্য আছে  যা হলো "সংগীত  হচ্ছে গীত, বাদ্য,নৃত্য তিন কলার সমষ্টি আর গান হচ্ছে সুর, তাল, লয় এই তিনটি জিনিসের সমন্বয় তেমনি বাদ্য ও নৃত্যের ও সংগা আছে। কিন্তু যারা সংগীত চর্চা করেন তাদের তিন কলাতেই পারদর্শিতা থাকা প্রয়োজন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে তিন কলার সমন্বয় থাকে তবে গানটাকে একটু বেশি প্রাধান্য দেয়া হয় তবে শিক্ষার্থীদের বাদ্য ও নৃত্য ও জানতে হয়। আমরা অনেকেই শাস্ত্রীয় সংগীতকে (classical music)পাত্তাই দি না একপ্রকার। অনেকে শাস্ত্রীয় সংগীত বললেই প্রশ্ন করে যে এটা কি??আমি এসব শুনি না। কিন্তু এখানে তাদের কোনো দোষ নেই। মানুষ  যে জিনিসটা কখনো দেখেনি তা সম্পর্কে সে জানবেনা এটাই স্বাভাবিক মূলকথা হচ্ছে  সবধরনের গানের সর্বাগ্রে হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। এই রাগ সংগীত আবার দুই পদ্ধতিতে করা হয়। ১.হিন্দুস্তানি ২.কর্নাটকী। হিন্দুস্তানি পদ্ধতিতে আমরা মূলত রাগ সংগীতগুলো পরিবেশন করি।আর এখানে ঘরানার একটা কথা আসতে পারে।আসলে ঘরানার আভিধানিক অর্থ হচ্ছে উচ্চবংশ। সংগীতেও সে হিসেবে ব্যবহার হয়।প্রত্যেক ঘরানাতে রাগ সংগীত করবার ঢং ভিন্ন ভিন্ন। অর্থাৎ সকল সকল ঘরানাকে তাদের গায়ন শৈলী দিয়ে পৃথক করা যায়। সম্রাট তানসেনের পরবর্তী সময় থেকে ঘরানা আসে তার আগেও ছিল তবে তা অন্য নামে। প্রশ্ন আসতে পারে যে ঘরানা যদি গোষ্ঠী হয় তাহলে তো অনেক ঘরানার সৃষ্টি  করতে  পারে। না পারে না। যে বংশের কোনো গুণী ব্যক্তি তার নিজের ব্যক্তিত্ব ও প্রতিভায় সংগীতে স্বাক্ষর রেখেছেন সেই অভিজাত সংগীতের বংশকে ঘরানা বলে চিহ্নিত করা হয়। যতটুকু জানা যায়, ঘরানার উৎপত্তি হয় দুরকম ভাবে -
১.ব্যক্তি বা জাতির নামে। -যেণী ঘরানা, কাওয়াল ঘরানা
২.স্থান বিশেষের নামে। -গোয়ালিয়র ঘরানা,পাঞ্জাব ঘরানা,তিলমন্ডী ঘরানা।
তবে হতে পারে আমাদের কাছে নিজেদের ঘরানা শনাক্ত করা কষ্টকর কারণ আমাদের পূর্বপুরুষ সম্পর্কে আমরা পরিচিত নয়। অথবা এ ও হতে পারে আমারা  কোনো ঘরানার অন্তর্ভুক্ত নয়।হতে আসলে অনেক কিছুই পারে।এ নিয়ে আরও অনেক জানার আছে, প্রশ্ন আছে অনেক। তবে আশাকরি ধীরে ধীরে সেসব প্রশ্নের উত্তর  পাওয়া যাবে।।


By:
Aumi Chakraborty
1st Runners-up,Song group, Talent Hunt Bangladesh 2019 
সংগীত এবং ঘরানা (music and khurana) সংগীত এবং ঘরানা (music and khurana) Reviewed by Abdul Hannan Akib on April 13, 2020 Rating: 5

No comments:

Search

Powered by Blogger.