বিজয়ের মাসে সৃজনশীল চর্চা

 



আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে করোনার এই করুণ সময়ে ভালো আছেন, সুস্থ আছেন। মহান বিজয় দিবস উপলক্ষে ঘরে বসে থাকার সময় কে দারুণ ভাবে কাজে লাগানোর জন্য Catalytic School আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ প্রতিযোগিতা। 


প্রতিযোগিতার বিষয়:


১)স্ব রচিত প্রবন্ধ। 

২)স্ব রচিত কবিতা। 

৩)নিজের আকাঁ ছবি।

৪)তোমার চোখে আগামীর বাংলাদেশ।


বিবরণ:

১)প্রবন্ধ হতে হবে মুক্তিযুদ্ধ বিষয়ক। এতে অবশ্য সৃজনশীলতা ফুটে উঠা কাম্য।


২)নিজের লিখা কবিতা এই প্রতিযোগিতার একটি অংশ।এতে সকলে নিজের লিখা তুলে ধরতে হবে।তা যে কোন বিষয়কে তুলে ধরতে পারবেন।


৩)নিজের আকাঁ ছবিতে ফুটিয়ে তুলতে হবে মুক্তিযুদ্ধকে। সাথে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এর যে কোন কিছু তুলে আনতে পারবেন।


৪) বাংলাদেশ ভবিষ্যতে কোন পর্যায়ে পৌছাঁতে পারে, বাংলাদেশ নিয়ে তোমার চিন্তা ভাবনা,বাংলাদেশকে কিভাবে আগানো উচিত এই সব থাকবে তোমার চোখে "আগামীর বাংলাদেশ" অংশে।


প্রতিযোগিতার নিয়ম:

১)পোষ্ট করার সময় নিজের নাম ক্যাটাগরি অবশ্য উল্লেখ করতে হবে।


২) একজন প্রতিযোগী সকল বিষয়ে এক বা একাধিক বার অংশ নিতে পার।


৩)বিষয় গুলো অবশ্য নিজের হতে হবে।না হলে বাতিল বলে গণ্য হবে।


৪)তোমাদের লিখা কবিতা, প্রবন্ধ বা আকাঁ ছবি অবশ্য আমাদের Catalytic School Official গ্রুপে পোষ্ট করতে হবে।

Group Link: https://facebook.com/groups/2084803971561309


৫)পোষ্ট করার সময় #50thVictoryDayContest 

#CatalyticSchool লিখে পোষ্ট করতে হবে।


৬) নাম্বার দেয়া হবে সৃজনশীলতার উপর।


পোষ্ট করার সময়সীমা :

১৮ই ডিসেম্বর ২০২০ এ শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ২৫ই ডিসেম্বর ২০২০ পর্যন্ত।


🏆🏆অংশ গ্রহণকারীদের মধ্যে বিজয়ী কে আমাদের পেইজ এবং গ্রুপ থেকে শুভেচ্ছা জানানো হবে। তা ছাড়াও বিজয়ীর লেখা ব্লগ আকারে পোষ্ট করা হবে এবং আমাদের ম্যাগাজিন Sapiens Canvas এ স্থান পাবে।


Sapiens Canvas Vol 1 : http://catalyticschool.blogspot.com/2020/08/sapiens-canvas-vol-01.html


সতর্কতা :

কেউ কোনভাবে কোন লিখা কপি করে এবং ছবি ডাউনলোড করে দিতে পারবে না।এমন হলে তাকে বহিষ্কার করা হবে।

বিজয়ের মাসে সৃজনশীল চর্চা বিজয়ের মাসে সৃজনশীল চর্চা Reviewed by Abdul Hannan Akib on December 16, 2020 Rating: 5

No comments:

Search

Powered by Blogger.