আত্মকথন
মোঃ কামরুল ইসলাম
আমি চাইনা উচ্চবিলাসী হতে,
আমি চাই কেবল স্বল্পভাষী হতে।
আমি চাইনা মিথ্যে সম্পদের পাহাড় গড়তে,
আমি চাই কেবল সত্য নিয়ে বেঁচে থাকতে।
আমি চাইনা অন্যের হক নষ্ট করতে,
আমি চাই কেবল অন্যের হক ফিরিয়ে দিতে।
আমি চাইনা গরীবের পেটে লাথি মারতে,
আমি চাই কেবল তাদের পাশে দাঁড়াতে।
আমি চাইনা দুর্নীতি নামক অভিশাপে অভিশপ্ত হতে,
আমি চাই কেবল দুর্নীতির বিরুদ্ধে অভিশাপ রথের সারথি হতে।
আমি চাইনা যুদ্ধ-বিগ্রহ,
আমি চাই কেবল শান্তি,শান্তি।
আমি চাইনা অন্যায়ভাবে কাউকে হেলা করতে,
আমি চাই কেবল মানবতার টানে বুকে টেনে নিতে।
আমি চাইনা একা বেঁচে থাকতে,
আমি চাই কেবল সবার মাঝে বেঁচে থাকতে।
আত্মকথন
Reviewed by Catalytic School
on
September 24, 2020
Rating:
No comments: