ভুল থেকে শিক্ষা!
আব্দুল মান্নান আসিফ
আমরা অনেকেই কিভাবে স্কীল ডেভেলপ করবো তা নিয়ে চিন্তিত থাকি। দুশ্চিন্তা করে করে সময়গুলো নষ্ট করি। কিন্তু আমার কাছে স্কীল ডেভেলপ করা খুবই সহজ একটা কাজ। আপনি কোনো কাজে দক্ষ না হলেও মোটামুটি পারদর্শী হয়ে উঠবেন যদি লুপ আকারে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারেন-
১) প্রথমে শুরু করেন
২) ভুল করেন
৩) ভুল থেকে শিক্ষা নেন
৪) আবার শুরু করেন
৫) আবার ভুল করেন (একই ভুল বার বার করা যাবে না)
৬) আবার ভুল থেকে শিক্ষা নেন
৭) ভুল করতে করতে আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে
৮) এবার আপনার অভিজ্ঞতা সেল করতে পারেন
৯) অভিজ্ঞতা সেল করতে গিয়েও ভুল করেন
১০) আবার ভুল থেকে শিক্ষা নেন এবং উপরের স্টেপ গুলা ফলো করতে থাকেন।
নোটঃ শুধু সময় নষ্ট করবেন না, সময় ইনভেস্ট করেন।
Design: Md. Jahid Hasan
ভুল থেকে শিক্ষা!
Reviewed by Catalytic School
on
September 16, 2020
Rating:

No comments: