The End of Sapiens Canvas Writers Contest 2020


"আসসালামু আলাইকুম" Catalytic School Official পরিবারের সমুদয় সদস্যবৃন্দ, আমাদের পাশে থেকে এবং সম্প্রতি অনুষ্ঠিত "Sapiens Canvas Writers Contest" এ যথাসাধ্য অংশগ্রহণের মাধ্যমে আমাদের গৃহীত যৎসামান্য উদ্যোগটির সফলতার পথ আধেক সুগম করে দেওয়ার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা স্বীকার করে অফুরন্ত ভালোবাসা নিবেদন করছি। উল্লেখ্য যে, "Sapiens Canvas Writers Contest" টির আরম্ভকাল ছিলো ৭ জুলাই ২০২০। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ অর্থাৎ ২০ জুলাই ২০২০ কন্টেস্টটির চলমান প্রক্রিয়ার অবসান ঘটলো। এবার উক্ত প্রতিযোগিতায় আপনাদের দাখিল করা সমস্ত উৎকৃষ্ট উপাদেয় বিষয়গুলোর বাছাইপর্ব এবং ফলাফল প্রকাশের অধ্যায় শুরু হলো। আমরা যতো শীঘ্র সম্ভব এই কনটেস্টের ফলাফল প্রকাশপূর্বক আমাদের মূল লক্ষ্য "ম্যাগাজিন" এর কাজে পূর্ণদমে হস্তক্ষেপ করবো। ততদিন পর্যন্ত সময় দিয়ে আমাদের পাশে থেকে আপনাদের পক্ষ হতে যথাযথ সহযোগিতা পাওয়ার আশা ব্যাক্ত করে সবার প্রতি অজস্র ভালোবাসার পুনরাবৃত্তি জ্ঞাপন করছি।
ধন্যবাদ।
The End of Sapiens Canvas Writers Contest 2020 The End of Sapiens Canvas Writers Contest 2020 Reviewed by Kabbo Talukder on July 20, 2020 Rating: 5

No comments:

Search

Powered by Blogger.