ব্যতিক্রমী স্তন্যপায়ী: তিমি

চিত্রঃ Blue Whale
প্রথম দেখাতে মনে হতে পারে তিমি একটা মাছ। কিন্তু না। তিমি একটা স্তন্যপায়ী প্রাণি কারণ:
১. ফুসফুসের সাহায্যে পানিতে শ্বাসকার্য
২. উষ্ঞ  রক্তবিশিষ্ট
৩. দেহ আঁইশে আবৃত নয়
৪. বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের স্তন পান করে বেঁচে থাকে
চিত্রঃ সাবক মায়ের দুধ পান
৫.হৃৎপিন্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট
৬. দেহ বক্ষ ও উদর গহ্বরে পৃথক থাকে ডায়াফ্রাম নামক পর্দা দ্বারা
৭. খাদ্য চিবানোর জন্য এদের মুখে দাঁত আছে
৮. দেহে কোনো (বায়ুথলি) নেই
চিত্রঃ Killer Whale
ব্যতিক্রমী স্তন্যপায়ী: তিমি  ব্যতিক্রমী স্তন্যপায়ী: তিমি Reviewed by Abdul Hannan Akib on January 06, 2019 Rating: 5

No comments:

Search

Powered by Blogger.